মালদায় বিমানবন্দর পরিদর্শনে এলেন এয়ারপোর্ট অথরিটির দল
ফের বিমানবন্দরের স্বপ্নের হাতছানি মালদাবাসীর। আজ মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
আজ দুপুরে অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরিকে সঙ্গে নিয়ে মালদা বিমানবন্দর খতিয়ে দেখেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। রানওয়ে ছাড়াও বিমানবন্দরের বিভিন্ন এলাকার পরিমাপ খতিয়ে দেখেন তাঁরা। তবে গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমকে তেমন কিছু জানাতে চাননি প্রশাসনিক কর্তা কিংবা প্রতিনিধি দলের সদস্যরা। জানা গিয়েছে, বর্তমানে মালদা বিমানবন্দরে যে রানওয়ে রয়েছে তাতে ১৯ আসন বিশিষ্ট বিমান নামলেও ৯০ আসনবিশিষ্ট বিমান নামার জন্য রানওয়ের সম্প্রসারণ জরুরি। সেক্ষেত্রে বিমানবন্দরের পাশে বিভিন্ন সরকারি জমিগুলি দখলমুক্ত বা প্রয়োজনে অধিগ্রহণ করে করে রানওয়ে সম্প্রসারণ করতে হবে।
[ আরও খবরঃ নতুন বছরে মালদা হয়ে ছুটবে রাজধানী এক্সপ্রেস ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments