বিমানযাত্রার স্বপ্ন উসকে দিলেন খগেন
মালদায় নিয়মিত বিমান চলাচলের দাবি তুললেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় বিমান প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে দেখা করে মালদা থেকে বিমান পরিসেবা চালুর দাবি করেন তিনি। খগেনবাবুর দাবি, মন্ত্রী এনিয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।
প্রসঙ্গত, মালদায় নিয়মিত বিমান পরিষেবা চালু করা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি উঠছে। জেলার সাংসদ ও মন্ত্রীরা বিভিন্ন সময়ে এনিয়ে উদ্যোগও নিয়েছেন৷ কিন্তু জেলাবাসীর স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন দোহাই দিয়ে সমস্ত উদ্যোগ ধামাচাপা দিয়ে দেওয়া হয়। যদিও রাজ্য সরকারের উদ্যোগে বছরখানেক আগে চালু হয় মালদা-বালুরঘাট-কলকাতা হেলিকপ্টার পরিষেবা। কিন্তু বর্তমানে এই পরিষেবাও বন্ধ হয়ে গেছে৷
উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু মালদার মানুষের এই স্বপ্ন ফের উসকে দিয়েছেন৷ তিনি বলেন, মালদা থেকে নিয়মিত উড়ান চালুর বিষয়ে গতকালই তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ তাঁকে তিনি জানান, তার জন্য উন্নত পরিকাঠামোযুক্ত বিমানবন্দর গড়ে তুলতে জমির কোনো সমস্যা হবে না। বর্তমানে মালদায় যে জায়গায় বিমানবন্দর রয়েছে, সেই জমিতে আন্তর্জাতিক মানের বিমান বন্দর গড়ে তোলা সম্ভব না হলে নতুন জমি খুঁজে দেওয়া হবে। প্রতিদিন মালদা সহ গৌড়বঙ্গের বহু মানুষ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশে যাতায়াত করেন। তেমনই বিদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য মালদা দিয়ে ভারতে প্রবেশ করেন৷ কিন্তু বিমান ধরার জন্য তাঁদের যেতে হয় শিলিগুড়ি কিংবা কলকাতা। তাতে সময় যেমন বেশি লাগে, তেমন খরচও বেশি হয়। তাই মালদা থেকে নিয়মিত উড়ান চালু হওয়া সাধারণ মানুষের কাছে অত্যন্ত জরুরি৷ খগেনবাবুর দাবি, মন্ত্রী তাঁর দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন৷ তবে এনিয়ে তিনি বার বার মন্ত্রীর কাছে যেতে রাজি আছেন৷
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments