নির্যাতনের কথা হোয়াটস্অ্যাপ গ্রুপে জানিয়ে আত্মহত্যা করলেন শিক্ষক
পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মহত্যা করলেন এক স্কুল শিক্ষক।
ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার পূর্বপাড়াতে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
মৃত শিক্ষকের নাম দেবাশিস পোদ্দার। তিনি আইহো হাই-অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গতকাল রাতে তিনি হোয়াটস্অ্যাপ গ্রুপে পোস্ট করে জানান, তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে। এই পরিস্থিতিতে তিনি আর বাঁচতে চান না। আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে হবিবপুর থানার পুলিশ।
এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে স্ত্রী শুভ্রা পোদ্দার ও শ্যালক নরোত্তম সরকারের বিরুদ্ধে হবিবপুর থানায় অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে নরোত্তম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments