top of page

ঠিকাদার খুনের স্ত্রীর পর গ্রেপ্তার স্বামীও, মৃতদেহ লোপাটে সাহায্যের অভিযোগ

ঠিকাদারকে খুনের ঘটনায় স্ত্রীর পর স্বামীকেও গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


উল্লেখ্য, গত ১৮ মে থেকে নিখোঁজ হয়ে যান সাদ্দাম নাদাপ। ২৩মে সাদ্দামের স্ত্রী নাসরিন ইংরেজবাজার থানায় এক দম্পতির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দম্পতিকে জেরা শুরু করে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। জেরায় নিজের কৃতকর্মের কথা স্বীকার করে অভিযুক্ত স্ত্রী মৌমিতা হাসান। তবে পুলিশের ধারণা ছিল, মৌমিতার পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। সেই থেকেই জেরা চলতে থাকে মৌমিতার স্কুল শিক্ষক স্বামী রহমান নাদাপকেও। অবশেষে গতকাল জেরায় নিজের দোষ স্বীকার করে রহমানও।


ree

পুলিশ সূত্রে খবর, মৃতদেহ লোপাটে রহমান স্ত্রীকে সমস্তরকমভাবে সাহায্য করেছিল। ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে ঘটনার পুনর্নির্মাণ করবেন তদন্তকারী অফিসাররা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page