পাঞ্জাবের পর কি আপের লক্ষ্য পশ্চিমবঙ্গ?
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 10, 2022
- 1 min read
একক সংখ্যাগরিষ্ঠতায় পাঞ্জাব দখলের পথে আম আদমি পার্টি। এবার কি আপের নজর পশ্চিমবঙ্গে? মালদা শহর জুড়ে আপের পোস্টার সেই প্রশ্ন তুলে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
আজ সকালেই মালদা শহরের বেশ কিছু জায়গায় আপের পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে লেখা রয়েছে, নোংরা রাজনীতিকে সাফ করতে বাংলায় এবার আসছে আপ। সঙ্গে দলে যোগদানের জন্য একটি ফোন নম্বরে মিসড কল দেওয়ার কথাও উল্লেখ করা আছে পোস্টারে।
মালদা শহরের এক বাসিন্দা জানান, সকাল থেকেই শহরের বেশ কিছু জায়গায় আম আদমি পার্টির পোস্টার দেখা যাচ্ছে। সকাল থেকে পাঞ্জাব দখলের লড়াইয়ে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই পার্টির কোনও অস্তিত্ব আছে তা জানা ছিল না।
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে একজোট করতে কয়েকবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। তার আগে আপের পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তারের চেষ্টা রাজনৈতিকভাবে কী প্রভাব ফেলতে পারে তার দিকে নজর থাকবে সবার।
[ আরও খবরঃ চেয়ারের চৌরাস্তা। মিলবে কোথায়? ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments