top of page

মানিকচকের পর হবিবপুরেও বিএলও তালিকায় শাসকদলের জনপ্রতিনিধি

মানিকচকের পর এবার হবিবপুরে বিএলও তালিকায় তৃণমূলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম। অবিলম্বে তাঁদের অপসারণের দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি। কমিশনের বিষয় বলে দায় সেরেছে ঘাসফুল শিবির।


সম্প্রতি মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত সদস্য মতিউল আনসারির নাম বিএলও তালিকায় থাকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছিল। অভিযোগে ভিত্তিতে সেই পদ থেকে পঞ্চায়েত সদস্যের নাম সরিয়েছে নির্বাচন কমিশন। এবার একই অভিযোগ উঠল হবিবপুর ব্লকে।


হবিবপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য অসীম সরকার এবং ১২৫ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মাথিয়াস মার্ডি নাম বিএলও তালিকায় রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।


বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং জানান, নির্বাচন কমিশনের গাইডলাইন উপেক্ষা করে বিএলও নিয়োগ করা হয়েছে৷ মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যের নাম বিএলও তালিকায় রয়েছে। বিষয়টি আমরা ব্লক ও জেলা নির্বাচন আধিকারিককে জানিয়েছি৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও অভিযোগ জানানো হয়েছে।


ree

তৃণমূলের হবিবপুর ব্লক সভাপতি স্বপন সরকার জানান, অসীম সরকার ও মাথিয়াস মার্ডি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য৷ মাথিয়াস বিজেপির প্রতীকে জয়ী হলেও পরে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তিনিও এখন আমাদের দলের সদস্য৷ নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে, সেটা তাদের বিষয়। বিজেপি এসআইআর-এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page