কালিয়াচক, রতুয়া, মানিকচকের পর এবার ভাঙন ইংরেজবাজারে
- আমাদের মালদা ডিজিট্যাল

- Oct 10
- 1 min read
কালিয়াচকের দুটি ব্লক, রতুয়া, মানিকচকের পর এবার গঙ্গার ছোবল ইংরেজবাজার ব্লকে। প্রায় তিন দিন ধরে মিলকি গ্রাম পঞ্চায়েতের নদী সংলগ্ন খাসকোল গ্রামে চলছে গঙ্গার ভাঙন৷ আতঙ্কে রাজ জাগতে শুরু করেছেন ওই এলাকার মানুষ। তবে স্বস্তির বিষয় গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় আর ভাঙন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার থেকে ভাঙন শুরু হয়েছে৷ খবর পেয়ে মঙ্গলবারই প্রশাসন বালি-মাটির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করে৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়৷ এখন নদীতে প্রচুর জল৷ বালি-মাটির বস্তা মুহূর্তে স্রোতে ভেসে চলে যাচ্ছে৷ তারপর ভাঙন রোধে আর কিছুই করা হয়নি। এর মধ্যে প্রায় ৫-৭ বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে৷ তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাঙন হয়নি।
সোনাবানু বিবি জানান, গত মঙ্গলবার থেকে ভাঙন শুরু হয়েছে। কখন গঙ্গা বাড়ি পর্যন্ত চলে আসবে সেই আতঙ্কে রয়েছি। আমাদের অন্য কোথাও জায়গা জমি, বাড়িঘর কিছুই নেই। ভাঙনের আতঙ্কে রাতে ঘুম আসছে না। রাতে ঘুরে ঘুরে নজর রাখছি।

খাসকোল গ্রামের পঞ্চায়েত সদস্য রবি শেখ জানান, রবিদাস পাড়া থেকে রিংবাঁধ ২০০ মিটার দূরে রয়েছে। এখনই ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে নদী বাঁধ পর্যন্ত চলে আসতে পারে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments