স্ত্রীর ওপর হামলার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 22, 2024
- 1 min read
ছুরি নিয়ে স্ত্রীর ওপর হামলা চালানোর পর সেই ছুরি দিয়েই গলা কেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি এলাকায়। খবর পেয়ে দুজনকেই উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে মালদা থানার পুলিশ।
আক্রান্ত স্ত্রীর নাম সুধা চৌধুরির (১৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯ মাস আগে রতুয়ার বাসিন্দা অজয় রায়ের (২২) সঙ্গে বিয়ে হয় সুধার। অভিযোগ, বিয়ের পর থেকেই সুধার ওপর অত্যাচার চালাত অজয়। কয়েকদিন আগেই বাবার বাড়ি চলে আসেন সুধা। আজ দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনতে স্ত্রীর বাবার বাড়ি যায় অজয়। কিন্তু সুধা ফিরে যেতে রাজি না হলে ছুরি নিয়ে হামলা চালায় অজয়। পরে সেই ছুরি দিয়েই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে মালদা থানার পুলিশ।

মালদা থানার পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে একটি ঘটনা ঘটেছে। দুজনকেই উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen