ব্ল্যাক-ডে পালন করল আইনজীবীরা
top of page

ব্ল্যাক-ডে পালন করল আইনজীবীরা

হাওড়ায় আইনজীবীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও ব্ল্যাক-ডে পালন করল আইনজীবীরা। এদিন মালদা আদালত চত্বরেই কর্মবিরতির মধ্যেই নিজেদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলি তুলে ধরেন আইনজীবী সংগঠনের সদস্যরা।



আইনজীবীদের কর্মবিরতি ২২ দিনে, সমস্যায় জেলাবাসী

এদিন মালদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবকিশোর মজুমদার বলেন, গত ২৪ এপ্রিল হাওড়া আদালতচত্বরে আইনজীবীদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জ করে পুলিশ। এহেন পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যের আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন। ২২ দিনের এই কর্মবিরতিতে অনেক মানুষ সমস্যায় পড়ছেন ঠিকই। কিন্তু তাদের অবস্থার কথা মাথায় রেখে আমাদের এই পথেই হাঁটতে বাধ্য হতে হয়েছে। আইনজীবীদের নিরাপত্তা দেওয়ার দাবি এবং হামলাকারী পুলিশ অফিসারদের কঠোর শাস্তির দাবি নিয়ে আমরা কর্মবিরতিতে নেমে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। (#MaldaBarAssociation)

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page