top of page

বিএসএফদের জন্য জিকেসিআইটিতে শর্টটার্ম মেকানিক্যাল কোর্স

Updated: Aug 17, 2020

গণিখান চৌধুরি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (#GKCIET) ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে বিএসএফের টেকনিশিয়ান জওয়ানদের জন্য এক বিশেষ স্বল্পমেয়াদী ‘অ্যাডভানস অটোমোটিভ টেকনিশিয়ান ট্রেনিং ফর বিএসএফ এমপ্লয়িজ’ কোর্সের সূচনা হয়েছে গত সোমবার। বিএসএফদের নিজস্ব যানবাহনের আধুনিক প্রযুক্তির খুঁটিনাটি নিয়ে দু-সপ্তাহের এই কোর্সের সুবিধে আপাতত তিনটি ব্যাচে টেকনিশিয়ানরা পাবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কম্যান্ড্যান্ট পারভিন লোচাব সহ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট, ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান হাবিব মাসুম সহ অন্যান্য বিভাগীয় প্রধানরা।


ree

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page