বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার প্রশাসনিকভবন চত্বর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 15, 2024
- 1 min read
সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে জেলাশাসকের অফিস ঘেরাও অভিযান বিজেপির। বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি জেলা প্রশাসনিকভবন চত্বরে। বিক্ষোভকারীরা ধস্তাধস্তি করে একটি ব্যারিকেড ভেঙে ফেললেও বাঁশের শক্ত দেওয়ালে আটকে যান বিক্ষোভকারীরা।
আজ দুপুরে বিজেপির একটি মিছিল সারা শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিকভবন চত্বরে জমায়েত করে। ব্যারিকেড দিয়ে পুলিশ বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করলে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রথম ব্যারিকেড ভেঙে প্রশাসনিকভবনের দিকে এগোতে থাকেন বিজেপি কর্মীরা। তবে বাঁশ দিয়ে তৈরি দ্বিতীয় বাধার সামনে আটকে যান গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।
বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায় চৌধুরি বলেন,
“বিজেপির রাজ্য সভাপতির ওপর আক্রমণ করার মতো নোংরা ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। শাজাহানের মতো অপরাধীদের না ধরতে পেরে পুলিশ বিজেপি কর্মীদের ধরে বেড়াচ্ছে। রাজ্য জুড়ে নারীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। আজ সকালে মালদা জেলার মোথাবাড়িতে এক যুবতিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এসবের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios