Search
ভিড় বাড়ছে ভাটরায়, পর্যটকদের আকর্ষণ বাড়াতে উদ্যোগী প্রশাসন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 17, 2022
- 1 min read
গত কয়েকবছর ধরে উইকএণ্ড ডেস্টিনেশন স্পট হয়ে উঠেছে মালদার ভাটরা বিল। অনেকেই আবার এই বিলকে মালদার মিনি দিঘা বলেও থাকেন। এবছর এখনও সেভাবে বর্ষা দেখা না দেওয়ায় ভাটরা বিলে জল আসতে অনেকটা দেরি হয়েছে। তবে ভাটরা বিলে জল বাড়তেই ফের ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন।
মালদা শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাটরা বিল। বর্ষার সময় বৃষ্টির জলে ভরে যায় এই বিল। বিলে জল বাড়তেই জলস্রোত দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। জেলার বিভিন্ন ব্লক থেকে শুরু করে প্রতিবেশী জেলা থেকেও ভাটরা বিলে আসতে শুরু করেছেন মানুষজন। একসময় নৌকাও চলত এই বিলে। তবে প্রশাসনের কড়া নির্দেশে এখন আর নৌকা চলে না। তবে ভাটরা বিলে যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় থাকায় পর্যটকরা রাস্তা সংস্কারের দাবি তুলেছেন।
জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান,
দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠছে এই ভাটরা বিল। পর্যটকদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। বর্ষার পর বিলে যাওয়ার রাস্তার কাজ শুরু করা হবে।
[ আরও খবরঃ হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন মালদার যুবক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント