top of page

আদিনায় পক্ষীপ্রেমিকদের জন্য সুখবর

পর্যটনের প্রসারে আদিনা মৃগদাবকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য পর্যটন দপ্তর ও জেলা প্রশাসন। এর জন্য বেশ কিছু পরিকল্পনা ও প্রস্তাব নেওয়া হয়েছে। আদিনা মৃগদাবের ভিতরে অতিথি আবাসের সামনে সবচেয়ে বড় জলাশয় যা আটবাঘ দীঘি নামে পরিচিত তার মধ্যবর্তী দ্বীপটিকে বাঁশ অথবা কাঠের সেতু দিয়ে সংযোগ করা হবে। দ্বীপটিকে ল্যান্ডস্কেপিং করা হবে।


পক্ষীপ্রেমিকদের জন্য একটি বার্ড ওয়াচ ওয়াক ট্রেইল নির্মাণ করা হবে। জেলার বিভিন্ন প্রান্তে চোরাচালানের উদ্দেশ্যে পাচার করা কচ্ছপ উদ্ধার করে এই আদিনা মৃগদাবে রাখা হয়। তাই কচ্ছপ সংরক্ষণের জন্য একটি পুকুর নির্মাণ করা হবে। আরেকটি পুকুরটি নির্মাণ করা হবে ঘেড়িয়ালের জন্য। নির্মাণ করা হবে স্নেক গ্যালারি। পক্ষীপ্রেমিকদের জন্য থাকবে বার্ড জোন। মৃগদাবের শিশুদের পার্কটির পুনরুজ্জীবন করা হবে। থাকবে ক্যাফেটেরিয়া। সমগ্র মৃগদাবটিতে ল্যান্ডস্কেপিং করা হবে, থাকবে পথের পাশে ফুট লাইট। এছাড়াও ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে মৃগদাব পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণের প্রস্তাব রাখা হয়েছে। জাতীয় সড়কের সংলগ্ন প্রবেশ পথটিতে একটি তোরণ দ্বার নির্মাণেরও প্রস্তাব রাখা হয়েছে। জেলা প্রশাসনের অনুমান প্রত্যেক বছর শীতকালে যে এক বিশাল সংখ্যক ভ্রমণকারী আদিনা মৃগদাবে পরিবার নিয়ে ভ্রমণে আসেন তারা এই সকল বিষয়গুলির আনন্দ উপভোগ করতে পারবেন।


Adina Deer Forest

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page