মাঝরাতে জানালা দিয়ে অ্যাসিড হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচল পরিবার
রাতের অন্ধকারে অ্যাসিড হামলা হরিশ্চন্দ্রপুরে। অল্পের জন্যে প্রাণে বেঁচেছেন পরিবারের চার সদস্য। কী কারণে হামলা তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা মানোয়ার আলি (৩২)। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ সপরিবারে ঘুমিয়ে পড়েন মানোয়ার সাহেব। অভিযোগ, মধ্যরাতে কেউ জানালা দিয়ে তাঁর পরিবারের উপর অ্যাসিডের বোতল ছুঁড়ে হামলা চালায়। অ্যাসিডে মানোয়ার সাহেব ও তাঁর স্ত্রীর হাত ও পায়ের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। তবে দুই শিশুর কোনও ক্ষতি হয়নি। আজ মানোয়ার সাহেব পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments