top of page

অ্যাসিড ঢেলে প্রাণে মারার চেষ্টা যুবতিকে

অ্যাসিড দিয়ে যুবতিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আক্রান্ত যুবতি বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা শহরের পশ্চিম সুকান্তপল্লি এলাকায়।আক্রান্ত যুবতির নাম শর্মিষ্ঠা কর্মকার (নাম পরিবর্তিত), বয়স ২০। জানা গেছে, এক বছর তিন মাস আগে বুড়াবুড়িতলার রাহুল ঘোষ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তার। গত অক্টোবর মাসে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রাহুলের। এরপরেই রাহুলের পরিবারের লোকজন শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তার জেল হেপাজত হয়। গত রবিবার জেল থেকে ছাড়া পায় শর্মিষ্ঠা। অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে একা ছিলেন তিনি। সেই সময় রাহুলের পরিবারের লোকজন বাড়িতে ভাঙচুর চালিয়ে বাড়িতে থাকা সোনা ও নগদ টাকা লুঠ করে শর্মিষ্ঠার গায়ে অ্যাসিড ঢেলে প্রাণে মারার চেষ্টা করে। শর্মিষ্ঠার পরিবারের লোকজন বাড়িতে ফিরে তাঁকে মালদা মেডিকেল কলেজে ভরতি করে।


প্রতীকী ছবি।

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page