top of page

অতিরিক্ত জেলাশাসকের উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত গ্রেফতার

জেলাপরিষদ ভবনে নিজ দফতরে অ্যাসিড হামলার শিকার হলেন অতিরিক্ত জেলাশাসক। এই ঘটনায় অভিযুক্ত এক গ্রামপঞ্চায়েত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন সন্ধে সাড়ে ছয়টা নাগাদ কাজের নির্দিষ্ট সময়ের শেষ হওয়ার পরও জরুরি কাজ সারতে দফতরে থেকে যান অতিরিক্ত জেলাশাসক। সেসময় এক মহিলা কর্মী চিৎকার করতে করতে ঘরে ঢুকে পড়েন এবং তাঁকে লক্ষ্য করে অ্যাসিডের বোতল ছুঁড়ে মারেন। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে এই যাত্রায় বেঁচে গেলেন তিনি।অতিরিক্ত জেলাশাসক বিকাশ সাহা জানান, সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ গ্রামপঞ্চায়েতের চতুর্থ শ্রেণির কর্মী নীতা মুখার্জি হঠাৎ আমার দফতরে ঢুকে পড়েন৷ তার সাহাপুর গ্রামপঞ্চায়েতে বদলি হওয়ার কথা ছিল। কোনও কারণবশত সেই বদলি আটকে যায়। কয়েকদিন আগে নীতাদেবী তাঁর কাছে এসেছিলেন। তিনি নীতাদেবীকে বুঝিয়ে বলেছিলেন বিষয়টি তাঁর অধীনে নেই। এরপর হয়তো কেউ তাঁকে ভুল বুঝিয়েছে। এদিন সন্ধেয় নীতাদেবী তাঁর ঘরে চিৎকার করতে করতে ঢুকে পড়েন। সেই সময় ঘরে উপস্থিত সকলে তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন। এরপর আচমকা নীতাদেবী ব্যাগ থেকে অ্যাসিডের বোতল বের করে তাঁকে লক্ষ্য করে ছোঁড়েন। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পুলিশ ওই মহিলাকে নিয়ে গিয়েছে। তিনি সমস্ত ঘটনা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও জেলা পঞ্চায়েত আধিকারিককে জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপ তাঁরাই নেবেন।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন


টপিকঃ #জেলাপরিষদ

Σχόλια


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page