নেশামুক্তি কেন্দ্রে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ
মদের নেশা ছাড়াতে ব্যক্তিকে নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিল পরিবারের লোকজন। সেই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধেই ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ তুলল পরিবারের লোকজন। এনিয়ে ওই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকি এলাকায়।
মৃত ব্যক্তির নাম ফিরোজ আকতার (৩৫)। পরিবারের অভিযোগ, গত শনিবার ফিরোজকে মিলকির একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো করা হয়। রবিবার রাতে নেশামুক্তি কেন্দ্রের তরফে জানানো হয়, ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের লোকজন তড়িঘড়ি মেডিকেল ছুটে এসে দেখেন ফিরোজের মৃত্যু হয়েছে। পরিবারের লোকেদের অনুমান, ফিরোজকে পিটিয়ে খুন করা হয়েছে।
মৃতের স্ত্রী নেহা খাতুন জানান,
গত শনিবার রাতে স্বামীকে হোমে পাঠানো হয়েছিল। রবিবার পরিবারের লোকজন স্বামীর সঙ্গে দেখা করতে গেলেও হোম কর্তৃপক্ষ স্বামীর সঙ্গে কাউকে দেখা করতে দেয়নি। রবিবার রাতে হোমের তরফে জানানো হয়, স্বামীকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। গভীর রাতে ওরা জানায়, স্বামী অসুস্থ। তাঁকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তড়িঘড়ি আমরা মেডিকেল কলেজে পৌঁছে দেখি, স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে। আমরা নিশ্চিত স্বামীকে খুন করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言