top of page

গাজোলে তৃণমূল কর্মী খুনের পিছনে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ

Updated: Oct 27, 2020

ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার রাতে গাজোল থানার মাজরা এলাকায় ঘটনাটি ঘটেছে। গাজোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।



মৃত তৃণমূল কর্মীর নাম প্রদীপ রায়। জানা গেছে, গতকাল রাতে প্রদীপবাবু মোটরবাইকে চেপে মাজরা গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী প্রদীপবাবুর পথ আটকে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ মারতে থাকে। স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


দলীয় কর্মীর খুনের পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষে সাগরিকা সরকার জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। দোষীদের শাস্তি হোক, এমনটা তাঁরাও চান।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page