মেয়েকে বাঁচাতে এসে জামাইয়ের হাতে মার খেল শ্বশুরবাড়ির লোক
পারিবারিক বিবাদের জেরে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকদের মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকির নরহরিপুরে। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্তরা হলেন জুয়েল মণ্ডল, মনিকা মণ্ডল ও রিয়া মণ্ডল। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী মিঠুন মিঠুন মণ্ডল স্ত্রী জুয়েল মণ্ডলের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতে শুরু করে। মঙ্গলবার রাতে ফের স্ত্রীকে মারধর করে মিঠুন। সেই দৃশ্য দেখতে পেয়ে মেয়েকে বাঁচাতে ছুটে আসে শ্বশুরবাড়ির লোকেরা। সেই সময় মিঠুন তাদেরও মারধর করে। স্থানীয় বাসিন্দারা আক্রান্তদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
Коментарі