top of page

হেলমেট ছাড়া রাস্তায়, দুর্ঘটনায় আহত ৪০

সেফ ড্রাইভ সেভ লাইফকে উপেক্ষা করে হেলমেট ছাড়াই চলল বাইকবাহিনীর দাপট৷গতকাল পথ দুর্ঘটনায় আহত হয়ে মালদা মেডিকেলে ভর্তি হয়েছে প্রায় ৪০ জন৷দিনে খুব বেশি দুর্ঘটনাগ্রস্ত রোগী মেডিকেলে না এলেও সন্ধে গড়াতেই রোগীদের আনাগোনা বেড়ে যায়৷


মেডিকেল সূত্রে জানা গেছে, পথ দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে বেশিরভাগই ১৮ থেকে ২৫ বছরের৷

মালদা মেডিকেলে চিকিৎসাধীন এক রোগীর দাদা জানান, গতকাল ইদ ছিল৷ ইদের সময় পথ দুর্ঘটনা বেড়ে যায়৷ গতকাল অন্ততপক্ষে ৪০ থেকে ৫০ জন যুবক দুর্ঘটনায় আহত হয়ে মালদা মেডিকেলে ভর্তি হয়েছে৷তাঁর ভাইও বর্তমানে মালদা মেডিকেলে ভর্তি আছে৷

প্রতীকী ছবি৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page