top of page

ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার সকালে রেললাইনের ধারে ওই মহিলার মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের সাদুলাপুর রেলগেট থেকে সামান্য দূরে। রেলপুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।


মৃত মহিলার নাম আঞ্জুনারা বিবি (৪০)‌। বাড়ি ইংরেজবাজারের যদুপুর এলাকায়। স্বামী মারা গিয়েছেন ২০ বছর আগে। তিন ছেলেমেয়ের সঙ্গে থাকতেন আঞ্জুনারা বিবি। স্থানীয় বাসিন্দাদের অনুমান, লাইন পারাপার হতে গিয়েই ট্রেনে কাটা পড়েছে ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page