এক্সপো রাইডে দুর্ঘটনার কবলে ছাত্র, স্বীকার কর্তৃপক্ষের
এক্সপোতে রাইড করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল প্রথম শ্রেণির ছাত্র৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের হিন্দি স্কুল ময়দানে৷ এই ঘটনায় আজ আহত ছাত্রের বাবা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগ জানাচ্ছেন জেলাশাসকের কাছেও৷ যদিও এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে দাবি এক্সপো কর্তৃপক্ষের৷
আহত শিশুর নাম দীপাঞ্জন সাহা (৭)৷ সে শহরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে৷ তার বাবা দীপাংশু সাহা মালদা পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান৷ দীপাংশুবাবুর অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ তাঁরা ছেলেমেয়েকে নিয়ে এক্সপো মেলায় যান৷ সঙ্গে তাঁদের বন্ধুবান্ধবও ছিল৷ ছেলেমেয়েকে জিপ রাইডে তুলে তাঁরা নিজেদের মধ্যে গল্প করছিলেন৷ ছেলে ও তার এক বন্ধু রাজর্ষি মণ্ডল একটি জিপে ছিল৷ অন্য জিপে ছিল মেয়ে৷ হঠাৎ চিৎকার শুরু হয়৷ তাঁরা দেখেন, ছেলের জিপটির নাটবল্টু খুলে জিপটি ট্র্যাক থেকে বেরিয়ে গেছে৷ জিপের নীচে চাপা পড়ে রয়েছে তাঁদের ছেলে৷ সেখানে এক্সপো কর্তৃপক্ষের কেউ ছিল না৷ একটি বাচ্চা ছেলে সেই রাইডটি চালাচ্ছিল৷ তাঁরা সঙ্গে সঙ্গে ছেলেকে জীপের নীচ থেকে তুলে ছেলেকে নিয়ে একটি নার্সিং হোমে নিয়ে আসেন৷ সেখানে ছেলের মাথার স্ক্যান হয়৷ অথচ এক্সপো কর্তৃপক্ষের কেউ ছেলেকে দেখতে আসেনি৷ আজ তাঁরা ইংরেজবাজার থানায় এনিয়ে অভিযোগ জানিয়েছেন৷ তাঁরা গোটা ঘটনা নিয়ে জেলাশাসক, পুরপ্রধান সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানাবেন।
যদিও এক্সপোর ম্যানেজার সন্দীপকুমার রায় দাবি করেছেন, এটা একটি দুর্ঘটনা৷ গতকাল রাতে একটি জিপে দুটি বাচ্চা ভীষণ লাফালাফি করছিল৷ তারই জন্য জিপটি উলটে যায়৷ তাতে একটি বাচ্চা আহত হয়৷ আমরা বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা করেছি৷ বাচ্চাটির বাবা ছেলেকে নার্সিং হোমে নিয়ে যেতে চাইলে, তিনি চিকিৎসার খরচ দেওয়ার সঙ্গে একজনকে নার্সিং হোমেও পাঠান৷ তবে অভিভাবকরা যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়।
Comentarios