top of page

গোষ্ঠীদ্বন্দ্ব-দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া অভিষেক

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে শাসকদল। ইতিমধ্যে সমস্ত জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক সেরেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবার কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে মালদা জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুর্নীতির অভিযোগ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি।


গতকালকের ওই বৈঠকে ডাকা হয়েছিল দলের সমস্ত বিধায়ক তিনটি দলীয় সংগঠনের সভাপতি ও চেয়ারম্যানদের। বৈঠকে হাজির ছিলেন দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তজমুল হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি, বিধায়ক চন্দনা সরকার, নীহাররঞ্জন ঘোষ, সাবিত্রী মিত্র, সমর মুখোপাধ্যায়, আবদুল গনি, দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিভা সিং, দলের জেলা চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার এবং যুব সভাপতি প্রসেনজিৎ দাস৷


তবে ওই বৈঠকে ডাক পাননি রাজ্যসভার সাংসদ মৌসম নূর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, দলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্বরা। এনিয়ে জেলার রাজনৈতিক মহলে ফিসফাঁস শুরু হয়েছে।


ree

বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সকলেই। যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস সাফ জানান, বৈঠক নিয়ে বাইরে মুখ খোলা নিষেধ৷ তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি বৈঠক প্রসঙ্গে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, কিছু নির্দেশ দিয়েছেন৷ আমরাও তাঁকে অনেক কিছু জানিয়েছি।


দলীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় নেতৃত্বদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বেশ ক্ষিপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি সকলকে স্পষ্টভাষায় জানিয়েছেন, আর কোনোরকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দলের কোন নেতা কোথায় কী করছেন, সবই তাঁর জানা। এমনকি নাম না করে মালদা জেলার এক জনপ্রতিনিধির স্বামীর আচরণ নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। নিচুতলার কর্মী থেকে শুরু করে সমস্ত মানুষের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সংবাদমাধ্যমে উলটোপালটা মন্তব্য বন্ধ করতেও কড়া নির্দেশিকা জারি করেছেন তিনি। দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া অবস্থানের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অভিষেক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page