top of page

জাতীয় সড়কে বাইকে ধাক্কা মেরে উলটে গেল ট্রাক

হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৮১ নং জাতীয় সড়কে কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা দুটি মোটর বাইকে সজোরে ধাক্কা মেরে নয়ানজুলিতে উলটে গেল একটি সিমেন্ট বোঝাই ট্রাক। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ বাইক আরোহী। বর্তমানে তাঁরা সকলেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক লরির চালক ও খালাসি দু’জনেই পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


road accident
নয়ানজুলিতে উলটে পড়ে যায় সিমেন্ট বোঝাই ট্রাক


প্রত্যক্ষদর্শীরা জানান, ৮১ নং জাতীয় সড়কে তুলসিহাটার দিক থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুত গতিতে আসছিল। সেই সময় কিরণবালা গার্লস স্কুলের সামনে দুটি বাইকে ৩ জন যুবক বসে ছিলেন। সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইকে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে উলটে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতরা হলেন শেখ সুকুরুল্লা (২৫), শংকর মহালদার (২৭) ও মনোতোষ মহালদার (২৮)। আহতরা সকলেই হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘাতক লরিটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page