top of page

ছয় হাজার লিটার স্যানিটাইজার তৈরি করল এক স্বনির্ভর গোষ্ঠী

জেলাপ্রশাসনের উদ্যোগে স্যানিটাইজার তৈরির প্রক্রিয়া খতিয়ে দেখলেন জেলাশাসক রাজর্ষি মিত্র। শনিবার দুপুরে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রামপঞ্চায়েতের চকবন্দি গ্রামের স্যানিটাইজার তৈরির প্রক্রিয়াকরণ খতিয়ে দেখেন জেলাশাসক সহ প্রশাসনের পদস্থ কর্তারা।


স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়ে স্যানিটাইজার তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ছয় হাজার লিটার স্যানিটাইজার তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে আরও বেশি মাত্রায় তৈরির কাজ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত ৫০০ মিলিলিটারের বোতলবন্দি স্যানিটাইজার পুরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে সরবরাহ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ২২ মিলিলিটারের বোতল ওষুধের দোকানে পাওয়া যাবে।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page