সামসী স্টেশনের জন্য একগুচ্ছ দাবি বিধায়কের
সামসী রেলস্টেশন পরিদর্শন করলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। তাঁর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন স্থানীয় বিধায়ক।
গতকাল সামসী রেলস্টেশন পরিদর্শন করেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। সঙ্গে ছিলেন রেলের কিছু উচ্চপদস্থ আধিকারিক। জেনারেল ম্যানেজার আরপিএফ ব্যারাক, রেল হাসপাতাল, বিদ্যুতের সাব স্টেশন, প্ল্যাটফর্ম ঘুরে দেখে সামসী স্টেশনের রেলকর্মীদের সঙ্গে কথা বলেন। বিকেলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের হাতে পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়।
সমরবাবুর দাবিগুলির মধ্যে অন্যতম, সামসী রেলগেটের কাছে ফ্লাইওভার নির্মাণ, দ্রুত কাটিহার প্যাসেঞ্জার চালু করা, সামসী স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও কামরূপ এক্সপ্রেসের স্টপেজ দেওয়া, কোভিডের জন্য বন্ধ থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফের চালু করা এবং সামসী স্টেশনের দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা।
[ আরও খবরঃ রাস্তা সংস্কারের দাবিতে পুখুরিয়ায় পথ অবরোধ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments