রাতে আলমারি থেকে ফাইল লোপাটের চেষ্টা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
top of page

রাতে আলমারি থেকে ফাইল লোপাটের চেষ্টা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

রাতের অন্ধকারে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আলমারি থেকে ফাইল লোপাটের চেষ্টা। হাতেনাতে ধরা পড়ে রসায়ন বিভাগের এক ছাত্র। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। উপাচার্য স্বাগত সেনের অভিযোগ, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক অধ্যাপকের মদত রয়েছে। যদিও সংবাদমাধ্যমের সামনে অধ্যাপকের নাম তিনি বলতে চাননি উপাচার্য। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।


উপাচার্য স্বাগত সেনের অভিযোগ, এর পেছনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক অধ্যাপকের মদত রয়েছে।

গতকাল রাতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগের এক ছাত্র বাড়ি ফিরছিল। রেজিস্ট্রারের নির্দেশ অনুযায়ী নিরাপত্তারক্ষীরা ওই ছাত্রকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ফাইল। ফাইল উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইতিমধ্যেই আলমারি ও ফাইলটিকে সিল করে দেওয়া হয়।


যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক। তিনি বলেন, তাঁর সম্মানহানি করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব রটাচ্ছে। যে ফাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি সব সিলেবাস সংক্রান্ত ফাইল। অন্য কোনও ফাইল সেখানে ছিল না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page