Search
মহানন্দা তীরে গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ ৯ জন
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 23, 2019
- 1 min read
Updated: Sep 9, 2020
গোপনসূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপনসূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ঝলঝলিয়া এলাকার মহানন্দা নদীর ধার থেকে গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের। ধৃতদের বাড়ি কালিয়াচক, ইংরেজবাজার ও পুরাতন মালদার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Comments