top of page

জমি বিবাদের জেরে সংঘর্ষে আহত ৯

জমি বিবাদের জেরে ধানের চারা রোপনে বাঁধা দেওয়ার ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


ree

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর খানেক আগে বাগমারা গ্রামের বাসিন্দা মহম্মদ জসিমুদ্দিন ও আকবর আলি নাজিমপুর গ্রামের বাসিন্দা সোহরাব আলির থেকে ৬ লক্ষ টাকার বিনিময়ে ৬ কাঠা জমি কেনেন। অভিযোগ, সোহরাবের কাকা সইফুল হক, মইফুল হক সহ পরিবারের অন্যান্যরা এনিয়ে বিবাদ শুরু করেন। এদিন সকালে জসিমুদ্দিন ধানের চারা রোপন করছিলেন। আকবর মাখনার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় অভিযুক্তরা লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে জমিতে গিয়ে বাধা দেন। এনিয়ে দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন দুপক্ষের ৯ জন। আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে আপাতত একজনকে আটক করেন পুলিশ অফিসাররা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page