top of page

ইংরেজবাজারে ভোর রাতের আগুনে পুড়ে ছাই বহু বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৯টি বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত এক মহিলা। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে।



মৃত মহিলার নাম শেফালি বড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও ছোটো রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। পরে একটি পাম্পের সাহায্যে নদীর জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই এলাকার ৯টি বাড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলারও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সহ পুলিশকর্মীরা।


স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ দাস জানান, এই ঘটনা সত্যিই মর্মান্তিক। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন। দুর্ঘটনায় সর্বহারা হয়েছে পরিবারগুলি। আপাতত একটি শিবির করে অসহায় পরিবারগুলিকে রাখা হয়েছে। শুকনো খাবার এবং জামাকাপড়ের ব্যবস্থা করা হয়েছে। কাউন্সিলর হিসেবে যতটা সম্ভব তিনি পরিবারগুলিকে সাহায্য করবেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page