বেহাল রাস্তা! নয়ানজুলিতে গাড়ি উলটে আহত ৮
নয়ানজুলিতে যাত্রীবাহী গাড়ি উলটে আহত আট। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদাগামী রাজ্যসড়কে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক। ড্রাইভারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল এগারোটা নাগাদ এক যাত্রীবাহী গাড়ি কুশিদা থেকে তুলসীহাটার অভিমুখে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে নয়ানজুলিতে উলটে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের পাঠানো হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, কুশিদা থেকে তুলসীহাটা পর্যন্ত রাস্তা, সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে পড়ে আছে। এই বর্ষাতে জল জমে, রাস্তাটি ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রায়শই রাস্তায় ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে। অথচ প্রশাসনের বিষয়টি নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios