অস্ত্রশস্ত্রসহ জড়ো হয়েছিল ডাকাত দল, খবর পেয়ে গ্রেফতার করল পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 28, 2017
- 1 min read
Updated: Feb 25, 2023
আবার ডাকাতির চেষ্টা বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি করার আগেই ৮ দুষ্কৃতীর একটি ডাকাত দলকে গ্রেফতার করল ইরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত সুস্থানী মোড় সংলগ্ন মহদীপুর বর্ডার রোড এলাকায়। ৮ দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও বাকি ২ দুষ্কৃতী পালাতে সক্ষম হয়।
ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটা খুকরি, ২টি লোহার রড, ৩টি হাঁসুয়া, ১টি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ ও নাইলন দড়ি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের সুস্থানী মোড় সংলগ্ন মহদীপুর বর্ডার রোড এলাকায় হানা দেয় পুলিশ কর্মীরা। সেই সময় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ সেখানে জড়ো হয়েছিল ১০ জনের একটি ডাকাত দল। পুলিশকে দেখে তাদের মধ্যে দুইজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বাকি ৮ জন। ধৃতদের মধ্যে উদয় ঘোষ (২৬), সনাতন ঘোষ (৪২), রমেন মণ্ডল (২০), অনিশ মণ্ডল (২৪), ইব্রাহিম মোমিন (২৭), আবু কালাম (২০), মুকুল শেখ (২২) ও মনিরুল হক (২০)। ধৃতরা ইংরেজবাজার, পুখুরিয়া ও কালিয়াচকের মোথাবাড়ির বাসিন্দা। পুলিশ ধৃতদের জেরা করে জানতে পারে যে মহদিপুর বর্ডার রোডে ট্রাকে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। পুলিশ সূত্রে আরও জানা যায় যে বেশ কিছুদিন আগে মহদীপুর এলাকায় যে ছিনতাই, ডাকাতি, ট্রাক চালককে মারধর ও টাকা পয়সা লুঠের জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে এই দুষ্কৃতী দলটি। ধৃতদের আজ জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক ৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare