৬৪ বেডের কোভিড হাসপাতাল চালু হল চাঁচলে
চাঁচলে শুরু হল কোভিড ইউনিট। আপাতত কোভিড ইউনিটে ৬৪টি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আরও বেড বাড়ানো হবে। এখন থেকে চাঁচল মহকুমার করোনা সংক্রামিতদের এখানেই চিকিৎসা করা হবে।
চাঁচল গ্রামীণ হাসপাতালের পুরোনো ভবনে ৬৪ বেডের কোভিড ইউনিট তৈরি করা হয়েছে৷ কোভিড ইউনিটের উদ্বোধন করেন বিধায়ক তজমুল হোসেন, নীহাররঞ্জন ঘোষ ও আবদুর রহিম বকশি। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এতদিন পর্যন্ত উত্তর মালদার করোনা সংক্রামিতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসতে হচ্ছিল। এখন চাঁচল মহকুমার করোনা সংক্রামিতদের এখানেই চিকিৎসা করা হবে।
[ আরও খবরঃ মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে আগুন ]
চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, আপাতত করোনার চিকিৎসার জন্য ৬৪টি বেড করা হয়েছে। প্রয়োজনে পরে বেডের সংখ্যা বাড়ানো হবে। ভবিষ্যতে অক্সিজেন প্ল্যান্ট বসানোর চেষ্টা করা হবে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি বলেন, আপাতত এই কোভিড ইউনিটে ৬৪ জন রোগীকে এখানে ভরতির ব্যবস্থা করা হয়েছে৷ ভবিষ্যতে এখানেও অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে৷ অন্যান্য পরিকাঠামো সব তৈরি হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments