গভীর রাতে দরজায় কড়া নাড়ল ডাকাত
ডাকাতি করতে গিয়ে বাধা পেয়ে এক দম্পতির উপর হামলা চালাল একদল দুষ্কৃতী। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আক্রান্ত ব্যক্তি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজোলের বৈরগাছি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানি গ্রামে।
আক্রান্ত ব্যক্তির নাম এজাজুল হক (৩৩)। তিনি কৃষিকাজ করেন। স্ত্রী রেণুকা বিবি গৃহবধূ। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে। তাঁরা জানায়, গতকাল গভীর রাতে দরজায় কড়া নাড়ে ৬ জনের একটি ডাকাতদল। দরজা খুলতেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাধা দেওয়ায় এজাজুল সাহেবের ওপর ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন স্ত্রী রেণুকা বিবিও। নগদ দেড় লক্ষ টাকা, সোনার চেন ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে এজাজুল সাহেবকে উদ্ধার করে হাতিমারী স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন। পরে তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়।
গাজোল থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই গ্রামে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্থানীয় কোনও ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Comments