top of page

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সোনা-রুপো সহ গ্রেফতার ৬

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় মহারাষ্ট্রের পাঁচজন সহ গ্রেফতার মোট ছয়জন। এই ঘটনায় জড়িত থাকা আরও দু’জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। উদ্ধার হয়েছে ৫ ভরি সোনা, ৬ কিলো ৮০০ গ্রাম রুপো এবং নগদ ৭০ হাজার টাকা।


জেলা পুলিশসুপার প্রদীপকুমার যাদব জানান, গত ১১ মে বামনগোলা থানার কান্তিপাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১২ মে পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে ঘটনার অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলতে থাকে তদন্ত। তদন্তে স্থানীয় এক ব্যক্তি গোপাল ঘোষের নাম উঠে আসে। তাকে জেরা করে গ্রেফতার করা হয় আরও পাঁচজনকে। ওই পাঁচজন সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। পাকুয়াহাট এলাকায় ওরা সোনার দোকানে কাজ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অমল বাবর নামে এক ব্যক্তি পুরো ঘটনার ছক কষে। এরপর সে অনিল সিন্ধে নামে এক ব্যক্তির সঙ্গে পুরো ঘটনা পরিকল্পনা করে। এরপরেই গত ১১ মে তারা ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে। ডাকাতির পর লুঠ করা সামগ্রী নিজেদের মধ্যে ভাগ করে আলাদা হয়ে যায় তারা। প্রথমে একজনকে পাকুয়াহাট এলাকা গ্রেফতার করা হয়। পরে মোবাইলের লোকেশন দেখে দু’জনকে পুরুলিয়া থেকে আরও দু’জনকে অসম থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও দু’জনের নাম উঠে এসেছে তাদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page