সামনে নির্বাচন, জলে ছাড়ের ঘোষণা পুরাতন মালদা পুরসভার
top of page

সামনে নির্বাচন, জলে ছাড়ের ঘোষণা পুরাতন মালদা পুরসভার

শেষ হল বর্ষবরণ কার্নিভাল ও পুরাতন মালদা পুরসভার সার্ধ শতবর্ষ উদ্যাপন৷ কার্নিভালের শেষ দিনে নাগরিকদের জন্য পুর পরিসেবায় নতুন ছাড়ের কথা ঘোষণা করলেন পুরপ্রধান কার্তিক ঘোষ৷


গতকাল অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, পুরসভার পক্ষ থেকে পুরসভার প্রায় ১০ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়। রাজ্যের ১২৭টি পুরসভার মধ্যে মাত্র ৯টি পুরসভায় এই ব্যবস্থা চালু হয়েছে৷ পরিশ্রুত পানীয় জলের জন্য এতদিন শহরবাসীর কাছ থেকে মাসে ১০০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হত৷ তবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সেই সার্ভিস চার্জ ১০০ টাকার বদলে ৫০ টাকা করে নেওয়া হবে৷ পুরসভার ষাটোর্ধ্ব নাগরিকদের দেওয়া হবে অতিরিক্ত ছাড়। তাঁদের কাছ থেকে জলের চার্জ বাবদ ২৫ টাকা করে নেওয়া হবে৷ নতুন বছরে এটা আমাদের পক্ষ থেকে পুরাতন মালদার নাগরিকদের উপহার৷(#MunicipalityElection)


ছবি: গৌতম কর্মকার

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page