ফরাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার ৫টি কচ্ছপ, ধৃত বিহারের ২ মহিলা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 18, 2023
- 1 min read
পাচারের আগেই কচ্ছপ উদ্ধার করল আরপিএফ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই বোনকে। উদ্ধার হওয়া কচ্ছপ ও ধৃত মহিলাদের বন দফতরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই বোনের নাম মিনা দেবী ও লাখো দেবী। তারা বিহারের ভাগলপুরের বাসিন্দা। উদ্ধার হওয়া কচ্ছপগুলি দক্ষিণ দিনাজপুরে পাচারের উদ্দেশ্যে সাহেবগঞ্জ থেকে ফরাক্কা এক্সপ্রেসে তোলা হয়েছিল। টাকার বিনিময়ে তারা এই কাজ করছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছেন ধৃতরা।
বন দফতরের তরফে দাবি করা হয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মালদা জেলা আদালতে পেশ করা হবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে আদালতের নির্দেশে যথাস্থানে ছেড়ে দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments