top of page

আম বাজারে গ্রেফতার আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতী

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের আম বাজার সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি ধারালো অস্ত্র দুটি ওয়ান শাটার দুই রাউন্ড গুলি। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।



পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল জাকিউল শেখ (২২), সানাউল শেখ (২২), সামিরুল রাজা (২০), পিন্টু শেখ (২০) ও গুড্ডু শেখ (২৬)। গুড্ডুর বাড়ি ইংরেজবাজারের কৃষ্ণপল্লি এলাকায়, বাকিদের বাড়ি বৈষ্ণবনগরে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধৃত দুষ্কৃতীরা মালদা শহরে ডাকাতির ছক কষেছিল। ধৃত যুবকদের নামে একাধিক মামলা রয়েছে পুলিশের কাছে। ধৃতদের এদিন জেলা আদালতে তোলা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page