Search
ট্যাব কেলেঙ্কারিতে সিট গঠন করে তদন্তে মালদা জেলা পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 14, 2024
- 1 min read
ট্যাবের টাকা কেলেঙ্কারির অভিযোগ এবার মালদাতেও। ইতিমধ্যে পূর্ব বর্ধমান থানার পুলিশ সেখানকার অভিযোগের ভিত্তিতে বৈষ্ণবনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এবারে জেলা পুলিশের তরফে ট্যাবের টাকা কেলেঙ্কারির অভিযোগে পাঁচটি এফআইআর করা হল। ইতিমধ্যে ১৮১টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তদন্তে তৈরি করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত জেলা জুড়ে পাঁচটি এফআইআর হয়েছে। ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সম্ভব জৈনের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৮১টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ওই ব্যাংক অ্যাকাউন্টগুলির কেওয়াইসি ডিটেলস বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের থেকে চাওয়া হয়েছে। সেই তথ্য যাচাইয়ের পরই অনেক কিছু বলা সম্ভব হবে। পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগর থেকে যাদের গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments