বজ্রাঘাতে জেলায় মৃত ৫, আহত কমপক্ষে ২৫
top of page

বজ্রাঘাতে জেলায় মৃত ৫, আহত কমপক্ষে ২৫

বুধবার দুপুরের প্রাকৃতিক দুর্যোগে প্রাণ গেল পাঁচজনের। জেলা প্রশাসনিক সূত্রে তেমনই খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে ২০-২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালের পাশাপাশি মালদা মেডিকেলে চিকিৎসা চলছে।


আজ দুপুর আড়াইটে নাগাদ জেলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত হয় একাধিক এলাকায়। জানা গিয়েছে, দুপুরে স্কুল চলাকালীন বাঙ্গীটোলা হাইস্কুল সংলগ্ন এলাকায় বজ্রপাত হয়। সেই সময় বাগানে আম ভাঙতে গিয়ে ও আম কু়ড়োতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের জেরে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন স্কুলের একাধিক পড়ুয়া। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পড়ুয়াদের উদ্ধার করে বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। পরে বেশ কিছু পড়ুয়াকে মালদা মেডিকেলে ভরতি করা হয়।



বাঙ্গীটোলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র সেনগুপ্ত জানান, স্কুলে টিফিন চলাকালীন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়। সম্ভবত স্কুলের পাশে কোথাও বজ্রপাত হয়। তাতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। আমরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে পড়ুয়াদের বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করি। আপাতত ১৫-১৬ জন পড়ুয়াকে আনা হয়েছে। আরও পড়ুয়ারা হাসপাতালে আসছেন। স্কুলের কারো বজ্রপাতে মৃত্যু হয়নি।


জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিনটি ব্লক থেকে পাঁচজনের বজ্রপাতে মৃত্যুর খবর এসেছে। এখনও সকলের নাম পরিচয় জানা যায়নি। তবে মোথাবাড়ির বাঙ্গীটোলা স্কুলের কোনও পড়ুয়ার মৃত্যুর কোনো খবর নেই।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page