মালদা হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল ৪৩ তম পুষ্প প্রদর্শনী। তার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যানের বোটিং কমপ্লেক্সে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধন করেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রাধাগোবিন্দ ঘোষ, হর্টিকালচার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু প্রামাণিক, সম্পাদক দীপক দাম, পুষ্প প্রদর্শনী কমিটির আহ্বায়ক মলয় সাহা সহ অন্যান্য অতিথিরা।
পুষ্প প্রদর্শনী কমিটির আহ্বায়ক মলয় সাহা জানান, রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠান মঞ্চে। বিভিন্ন ধরনের ফুল, পাতা বাহার, বিভিন্ন ধরনের ফল, সবজি, বনসাই ও ক্যাকটাসের প্রায় এক হাজার দুশো টব নিয়ে ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই প্রদর্শনীতে। আজ থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই পুষ্প প্রদর্শনী চলবে।
Comments