বাঁশবাগান থেকে উদ্ধার পাঁচটি উট, তদন্তে পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 20, 2021
- 1 min read
চাঁচলের জালালপুরের একটি বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করল পুলিশ। উটগুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল জানান, জালালপুরের একটি বাঁশ বাগানে উটগুলিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই তথ্য পেয়ে উটগুলিকে উদ্ধার করা হয়েছে। উট কোথা থেকে, কারা নিয়ে এসেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উটগুলিকে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। উটের খাবারের জন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
[ আরও খবরঃ কর্তা-গিন্নির অনুপস্থিতিতে বাড়ি সাফ করল চোর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments