আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র সহ গ্রেফতার পাঁচ
আগ্নেয়াস্ত্র, কাতুর্জ ও হাঁসুয়া সহ পাঁচজন দুস্কৃতীকে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অর্ন্তগত মোজমপুর সেতুর কাছে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই তাদের হেপাজত থেকে দুইটি পাইপগান, ১৪ রাউন্ড কার্তুজ ও দুটি হাঁসুয়া উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ওই যুবকদের। ধৃতদের নাম সফিকুল শেখ (৩৩), আক্তার আলম (২৪), আমিরুল শেখ (৪০), আবরাউল মোমিন (২৩), মাসিদুর শেখ (২১)। ধৃতরা সকলেই কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
[ আগের খবরঃ সোনা পাচার করতে এসে পুলিশের জালে রাজস্থানের কারবারি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments