top of page

পাঁচজনের সশস্ত্র ডাকাতদল গ্রেফতার ইংরেজবাজারে

ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে তথ্যের ভিত্তিতে হানা দিয়ে পাঁচজনের সশস্ত্র ডাকাতদলকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ পলিটেকনিক কলেজ সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে হানা দেয়। তথ্য অনুযায়ী পাঁচ যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় লোহার রড, হাঁসুয়া, দড়ি সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। গ্রেফতার করা হয় ওই যুবকদের। ধৃতদের নাম মন্টু মহালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ। ধৃতরা ইংরেজবাজারের বাঁশবাড়ি, মিরচক, রতুয়ার পুখুরিয়া এলাকায় বাসিন্দা।


5-armed-robbers-arrested-in-English-Bazar
রাতে পলিটেকনিক কলেজ সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে হানা দেয় পুলিশ

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আজ পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page