৪০ ঘণ্টা পরেও জলমগ্ন আন্ডারপাস সহ শহরের একাংশ, ক্ষোভ
শনিবার রাতের ভারী বর্ষণের পর সোমবার দুপুরেও জলমগ্ন থাকল মালদা শহরের একাংশ। শহরের মালঞ্চপল্লি, সুভাষপল্লি, সর্বমঙ্গলাপল্লি সহ একাধিক এলাকায় জলমগ্ন হয়ে রয়েছে। বিকেল পর্যন্ত রথবাড়ি আন্ডারপাসে এক কোমর জল রয়েছে। সব মিলিয়ে শহরের বেহাল নিকাশি ব্যবস্থার ছবি আরও একবার উঠে এসেছে।
উল্লেখ্য, গত শনিবার ঘণ্টা চারেকের বৃষ্টিতে মালদা শহর জলমগ্ন হয়ে পড়ে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালেও জল ঢুকে পড়ে। জলমগ্ন হয়ে পড়ে রথবাড়ি বাজার সহ পুরসভার একাধিক ওয়ার্ড। সেই ঘটনার ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন জল মুক্ত হতে পারেননি মালদা শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার বিকেল পর্যন্ত জল জমে থাকায় বন্ধ রয়েছে রথবাড়ি আন্ডারপাস। এনিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শহরবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, “পুরসভা কী কাজ করছে তা সবাই টের পাচ্ছে। বর্ষায় এই জমা জলের সমস্যা আজকের নয়। ১০ বছরের বেশি সময় ধরে এই সমস্যা থেকেই গিয়েছে। পুরসভা চাইলে ১ বছরের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারে। দু’বছর আগেও তো এধরণের বৃষ্টিতে একই হাল হয়েছিল শহরবাসীর। তারপরেও পুরসভার মনে হয়নি নিকাশি ব্যবস্থার সংস্কারের প্রয়োজন রয়েছে। আসলে নিজেদের সমস্যা না হওয়ায় কারো মাথাব্যথা নেই। পুরসভার কর্মীদের নিয়ে এসে এই জমা জলে তিনদিন ধরে রেখে দিলে সমস্যার সমাধান হয়ে যেত।”
Comments