Search
চাঁচলে ডাকাতির আগেই গ্রেফতার চার দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 18, 2021
- 1 min read
ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ চারজনের ডাকাতদলকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম অবিনাশ দাস (৪০), মাহমুদ আলম (২৯), হাবিবউদ্দিন (৪০) ও বচ্চন মণ্ডল (২২)। ধৃতরা মহানন্দপুর গ্রামপঞ্চায়েতের ধনজনা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নদী বাঁধ এলাকার হারিয়ান মোড়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় এই ডাকাত দল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, চাঁচল থানার পুলিশ সেখানে অভিযান চালায়। গ্রেফতার করা হয় ওই চারজনকে। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় দুটি লোহার রড, একটি হাঁসুয়া, দুটি কার্তুজ ও একটি পাইপগান। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ এটিএম কার্ড জালিয়াতিতে চার বছরের কারাদণ্ড ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios