top of page

ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত জেলার চার শ্রমিক

ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের৷ মৃতদের নাম হবিবুর রহমান (২৯), আবদুল মান্নান (৪৫) আবদুল আজিজ (৩৫) এবং মোহাম্মদ জাহির (৩৫)। সকলেই রতুয়া ১ ব্লকের বাসিন্দা।


জানা গিয়েছে, হিমাচল প্রদেশে মাসখানেক আগে টাওয়ারের কাজে গিয়েছিলেন রতুয়ার বেশ কয়েকজন শ্রমিক৷ গত বুধবার কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর পাহাড় থেকে নীচে পড়ে যায়৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় চার শ্রমিকের। দুর্ঘটনায় সংবাদ পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।মোহাম্মদ সাইফুল বলেন, প্রায় একমাস আগে এলাকার কয়েকজন হিমাচল প্রদেশে টাওয়ার নির্মাণের কাজে গিয়েছিল৷ গত বুধবার কাজে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর নীচে পড়ে যায়৷ সেই ট্রাক্টরেই কাজে যাচ্ছিল সকলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের৷ পরে হাসপাতালে মারা যান আরও একজন৷ তিনজনের মৃতদেহ আজ ফিরে আসছে। ময়নাতদন্ত না হওয়ায় একজনের মৃতদেহ হিমাচল প্রদেশে রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page