top of page

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি বাড়ি, চাঞ্চল্য রতুয়ায়

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একই পরিবারের চারটি বাড়ি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের শ্রীপুর ১ গ্রামপঞ্চায়েতের খেরিয়া গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেরিয়া গ্রামের বাসিন্দা হবিবুর রহমান গতকাল সপরিবারে শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিলেন। রাত এপাশের ঘরে শুয়েছিলেন তাঁর বাবা মোজাম্মেল হক। গভীর রাতে তিনি লক্ষ্যে করেন, হবিবুরের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসে। দমকলে খবর দেওয়ার পাশাপাশি জলের পাম্প চালিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। তবে আগুনের তীব্রতায় নিয়ন্ত্রণে আসার পরবর্তী মুহূর্তে আরও তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে ছাই। পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের লোকজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও।



[ আরও খবরঃ ইংরেজবাজারে ২৮টি চোরাই মোবাইল সহ ধৃত দুই যুবক ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page