মালদা জেলায় শুরু হল লিটল ম্যাগাজিন মেলা। মালদা শহরের পিরোজপুর উজ্জ্বল ক্লাবে শনি ও রবিবার এই মেলা চলবে। মালদার লিটল ম্যাগাজিন ফাউন্ডেশনের পরিচালনায় ও গৌড় মহাবিদ্যালয়ের সহযোগিতায় লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবছর মেলার তৃতীয় বছর।
মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক, আনন্দ পুরস্কারপ্রাপ্ত রামকুমার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিনের কর্ণধার সন্দীপ দত্ত, অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত, কলেজের অধ্যাপক সহ অন্যান্যরা। জানা গেছে, রাজ্যের বাইরের ২৬টি পত্রিকা এই মেলায় স্থান পেয়েছে। লিটল ম্যাগাজিন মেলায় দু’দিন ধরে আয়োজিত নানা অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসভা, কবিতাপাঠ, সংগীত, নাটক ও মূকাভিনয় প্রদর্শন করা হবে। উল্লেখ্য, প্রথম দু’বছর জেলা গ্রন্থাগারে এই মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু লিটল ম্যাগাজিনের উদ্দেশ্য মালদা শহরের বিভিন্ন স্থানে এই মেলার প্রচার ছড়ানো। তাই এবছর পিরোজপুর উজ্জ্বল ক্লাবে মেলা স্থানান্তরিত করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা।
Comentários