করোনার থাবা জেলাপরিষদে, সংক্রমিত একাধিক কর্মী
top of page

করোনার থাবা জেলাপরিষদে, সংক্রমিত একাধিক কর্মী

জেলা প্রশাসনিক ভবনের পর করোনার থাবা জেলাপরিষদ ভবনে। একই সঙ্গে করোনায় সংক্রমিত হয়েছেন জেলাপরিষদের ৩১ জন কর্মী। জেলায় বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।


ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন মালদার জেলাশাসক, দুই অতিরিক্ত জেলাশাসক, মালদা রেঞ্জের ডিআইজি সহ বেশ কিছু ব্লকের আধিকারিকরা। এবার করোনায় সংক্রমিত জেলাপরিষদের কর্মীরা। একই দিনে জেলা পরিষদের ৩১ জন কর্মীর লালারসের নমুনায় করোনার হদিশ মিলেছে। তাঁদের সংস্পর্শে আসা আরও অনেকের মধ্যে করোনার মৃদু উপসর্গ দেখা গিয়েছে বলে জেলাপরিষদ সূত্রে জানা গিয়েছে।


মালদা জেলাপরিষদের সদস্য স্বপন মিশ্র জানান, গত পরশু মালদা জেলাপরিষদের কর্মীদের লালারসের নমুনা পরীক্ষা করানো হয়। গতকাল সন্ধেয় খবর আসে, কর্মীদের মধ্যে ৩১ জন করোনা সংক্রমিত। এরপরেই সংক্রমণ রুখতে খুব প্রয়োজন ছাড়া জেলাপরিষদ ভবনে না আসার নির্দেশ আসে।



জেলাপরিষদের এক আধিকারিক জানান, জেলাপরিষদের ৩১ জন কর্মী করোনা পজিটিভ হওয়ায় কাজকর্মে কিছুটা প্রভাব পড়েছে। তবে যেসব কর্মী এখনও সংক্রমিত হননি তাঁদের দিয়েই জেলাপরিষদের কাজকর্ম বহাল রাখার চেষ্টা চলছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page